পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

How to Learn English


English is an excellent language to learn, whether it's for business, travel or personal reasons. Learning any language requires hard work, commitment and a willingness to make mistakes, and English is no different. Read below to gather information about learning English.

1. Improving Your Spoken English

Speak a little English every day. The absolute best way to learn any new language is just to speak it. It doesn't matter if you only know five English words or if you're practically fluent -- speaking English with another person is the fastest, most effective method of improving.
  • Don't wait until you "feel more comfortable" speaking in English -- you probably won't reach that level for a long time, so push yourself outside of your comfort zone and start speaking English today. You' ll be amazed at how quickly your language skills improve.
  • Find a native English speaker who is willing to spend some time speaking English with you -- you may be able to offer them a language exchange, where they spend 30 minutes speaking English with you and you spend 30 minutes speaking your native language with them.
  • If you live in an English-speaking country, you can practice by starting simple conversations with the people you meet, whether it's saying "hello" to a shopkeeper or asking a stranger for directions.
2. Work on your pronunciation. Even if you have an acceptable grasp of the English language, with good grammar and an extensive vocabulary, native English speakers may find you very difficult to understand if you don't work on your pronunciation.
  • Correct, clear pronunciation is essential if you really want to improve your level of English. Listen closely to how native English speakers pronounce certain words and sounds and do your best to copy them.
  • Pay particular attention to any sounds that you are unfamiliar with or that do not exist in your native tongue. For example some people have difficulty pronouncing the "r" sound, as it does not exist in their native language, while other people have difficulty with certain consonant clusters, such as the "th" sound.
  • Be aware that the pronunciation of certain English words varies greatly depending on the part of the world it's spoken in. For example, American English is very different from British English. If you intend to travel to or live in an English-speaking country, this is something you should take into account when learning how to pronounce certain words.
3. Expand your vocabulary and use idiomatic phrases. The wider your vocabulary and the more English phrases you learn, the easier speaking English will become.
  • Again, spending time with native English speakers will help you to pick up on common vocabulary and phrases in a natural way. Although reading, watching English TV and listening to the news is also beneficial.
  • Once you have learned a new word or phrase, you should make an effort to use it in a sentence -- this is the best way to commit it to memory.
  • Another easy way to commit new words to memory is to make labels for everyday household items and stick them around your house or apartment. Then every time you use the kettle or look in the mirror, you will see the English word for these items staring back at you.
  • You should also start a notebook of idiomatic phrases that English speakers use all the time. Some examples include "it's raining cats and dogs" (raining heavily), to be on "cloud nine" (to be very happy) or saying something is a "piece of cake" (when something is very easy). Sprinkling these kinds of phrases into your conversation will bring your level of English up several notches.
4. Attend an English class or discussion group. Another great way to incorporate some extra English conversation into your weekly routine is to sign up for a class of discussion group.
  • Attending an English class is a great way to focus on some of the more formal aspects of speaking English. A class will teach you the grammatically correct way of speaking -- which includes proper sentence structure and verb conjugation and will generally provide a very structured approach to language learning.
  • Attending a discussion group is a more informal and relaxed way of learning English, where the emphasis is more on communication and relationship building than on speaking "correct" English. Speaking English in this setting can help you to become more comfortable with speaking in front of other people.
  • Both of these language-learning settings have their pros and cons, so it's best to do both if you can!
5. Carry a dictionary. Carrying an English dictionary with you at all times (whether it's an actual book or a phone app) can be very useful.
  • Having a dictionary means that you will never be stuck for a word. It can save you a lot of embarrassment if you're having a conversation with an English-speaker and forget a word in the middle of the sentence -- all you have to do is take a second to look it up!
  • Aside from saving you awkwardness, looking up the word you need then immediately using it in a sentence will actually help you to commit the new vocabulary to memory.
  • It is also helpful to have a dictionary to peruse throughout the day during private moments, like when you're sitting on the train, waiting to cross the street or just having a cup of coffee. You could learn an extra 20 to 30 English words per day using this technique!
  • As a beginner, you should start with an English dictionary that provides definitions in your native language. However, once your language skills improve, you should switch to using an English-English dictionary, which provides English definitions for English words.
6. Listen to English radio or podcasts. One of the best ways to improve your English listening comprehension is to download English-language podcasts or radio apps on your phone or MP3 player.
  • You should then make an effort to listen to the podcasts or radio shows for at least 30 minutes per day. Do it in the gym, on your commute to work, or while you're sitting at your computer.
  • Make an effort to understand what's being said, don't just let the English wash over you. Even if you find it too fast, try to pick out key words and phrases to get a general idea of what the conversation is about.
  • If you can, make a note of any words or phrases that you don't understand and look up the translation afterwards. Then listen to the podcast or show again to hear the new words or phrases in context.
More read: http://www.wikihow.com/Learn-English

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ফ্রিল্যান্সারের ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন

 

ফ্রিল্যান্সারের ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন 


ফ্রিল্যান্সিং কাজে ক্রিয়েটিভিটি অমুল্য সম্পদ। অনেক ক্লায়েন্ট মুলত নতুন ধারনা পাওয়ার জন্যই নিয়মিত কর্মীর বদলে ফ্রিল্যান্সারের খোজ করেন। অথচ অনেক ফ্রিল্যান্সারেরই অভিজ্ঞতা, আশানুরুপ নতুন কিছু করা সম্ভব হচ্ছে না। কখনো কখনো মনে হয় নতুন কিছু মাথায় আসছে না।

 এই সমস্যার সহজ কোন সমাধান নেই। বরং সমস্যা বৃদ্ধি পাওয়ার কিছু কারন মানুষের জানা। বিভিন্ন ফ্রিল্যান্সারের বিভিন্ন কাজের পরিবেশ, প্রত্যাসা এবং সফলতা নানাভাবে পর্যালোচনা করে এগুলি পাওয়া গেছে।

প্রধান ৫টি কারন এখানে তুলে ধরা হচ্ছে;

.        একসাথে একাধিক কাজ করা
অনেকেই মনে করেন একসাথে অনেকগুলি কাজ করতে পারা (মাল্টিটাস্কিং) বড় যোগ্যতা। কারো কারো ক্ষেত্রে সেটা হলেও সবাই লিওনার্দো দা ভিঞ্চি নন। তিনি একইসাথে দুহাতে দুটি ভিন্ন বিষয়ে লিখতে পারতেন।
অধিকাংশ মানুষের ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে একসাথে একাধিক কাজ করার চেষ্টা করলে প্রতিটি কাজেই মনোযোগে ভাটা পড়ে। সৃজনশীল কাজ যেখানে বিষয় সেখানে এই সমস্যা আরো প্রকট।
আপনার জন্য মাল্টিটাস্কিং সমস্যা কিনা যাচাই করে নিন। কাজের সময় ফোন রিসিভ করাও অনেকে ক্ষতিকর মনে করেন। সেক্ষেত্রে শুধুমাত্র ইমেইল যোগাযোগ ঠিক রেখে বাকিগুলি বন্ধ করে দিন।  এ কাজ শেষ হলে অন্য কাজগুলি করুন।
সহজ একটি উদাহরন দেখা যাক, দুঘন্টা মনোযোগ দিয়ে যে কাজ শেষ করা যায় সেই কাজ মাল্টিটাস্কিং এ ৮ ঘন্টা লাগতে পারে। কোনটি লাভজনক হিসেব করে নিন।

.        কম ঘুম
ফ্রিল্যান্সারকে অনেক সময়ই অনিয়মিত কাজ করতে হয়। ফলে রাতের ঘুম নিয়ে সমস্যায় পরতে হয়। এর প্রভাব পড়ে মনোযোগের ওপর।
এবিষয়ে পরামর্শ একেবারে নির্দিষ্ট। ঘুমের সমস্যা করে কাজ করবেন না। রাতের ঘুম ঠিক রেখে প্রয়োজনে সকালে উঠে করার চেষ্টা করুন।

.        ক্লায়েন্টের সমালোচনার ভয়
সম্ভবত প্রতিটি ফ্রিল্যান্সারকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়। ক্লায়েন্ট যখন সমালোচনা করছেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সবসময়ই মনে হচ্ছে এভাবে করলে তিনি পছন্দ নাও করতে পারেন।
বিষয়টিকে মাথা থেকে ঝেড়ে ফেলুন। তিনি যদি সমালোচনা করেনই তাহলে সবচেয়ে বেশি যা হতে পারে, সেকাজটি হাতছাড়া হতে পারে। নিজেকে বিশ্বাস করার আপনি সাধ্যমত চেষ্টা করেছেন, প্রয়োজনে আরো করবেন। হয়থ তিনি যেকথা বলেছেন সেটাই ঠিক। আপনার কাজ যথেষ্ট ভাল হয়নি।
সমালোচনাকে কখনো ব্যক্তিগতভাবে নেবেন না। বিশ্বের প্রতিটি মানুষই ভুল করেন, এমন কিছু করেন যা আসলেই সমালোচনাযোগ্য। 

.        আর্থিক স্বচ্ছলতা না থাকা
এই সমস্যার সমাধান ইচ্ছে করলেই করা যায় না। যদি নিজের খরচ চালানোর মত আয় না হয় এবং অন্য কোন আয়ের উতস না থাকে, সহায়তা করার মত কেউ না থাকে তাহলে এর প্রভাব কাজে পরতে বাধ্য।
এই সমস্যা সমাধানে সার্বজনিন নিয়ম মেনে চলতে চেষ্টা করুন। যে কাজে সম্ভাবনা বেশি, অর্থ বেশি সেদিকে বেশি মনোযোগ দিন। পরিমানে কম, অর্থে বেশি এমন কাজের চেষ্টা করুন। কিছু সঞ্চয় করুন।

.        সময়মত কাজ শেষ করার চাপ
কাজের পরিমানের তুলনায় যদি হাতে সময় কম থাকে তাহলে এর প্রভাব কাজে পরতে বাধ্যভ প্রচলিত প্রবাদ, তাড়াহুড়ার কাজ ভাল হয় না। অথচ আপনার সাফল্য নির্ভর করছে ভাল কাজের ওপর।
কাজের জন্য পর্যাপ্ত সময় নিয়ে কাজে হাত দিন। যে কাজে ৪ দিন সময় লাগার কথা সেকাজের জন্য আগেই ৬ দিন সময় নিন। কাজ ঠিক ঠিকবে, ক্লায়েন্ট খুশি থাকবেন।

বিষয়গুলি একসাথে করলে যা পাওয়া যায় তা হচ্ছে, ক্রিয়েটিভিটির নিজস্ব গতি রয়েছে। আপনি ইচ্ছে করলেই তাকে বাড়িয়ে নিতে পারেন না। বরং সেটা ঠিক রাখার জন্য অনিয়মগুলি ত্যাগ করাই যথেষ্ট।

ফ্রিল্যান্সিং এর কিছু ব্যতিক্রমি পরামর্শ

 ফ্রিল্যান্সিং এর কিছু ব্যতিক্রমি পরামর্শ

ফ্রিল্যান্সিং বিষয়ে পরামর্শের অভাব নেই। সমস্যা হচ্ছে সব পরামর্শ মেনে সফলতার দেখা পাওয়া যায় না। তাত্ত্বিকভাবে ভাল হওয়ার নিয়ম এবং বাস্তবে ভাল করার মধ্যে বড় ধরনের পার্থক্য পাওয়া যায়।

 

এখানে সরল কিছু নিয়ম তুলে ধরা হচ্ছে যা অভিজ্ঞতা থেকে পাওয়া। এগুলি অনুসরন করে নিশ্চিত সাফল্য পেতে পারেন